Logo

সারাদেশ

সদ্য মা হওয়া মানসিক ভারসাম্যহীন নারীর পাশে ইউএনও

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৯:১৪

সদ্য মা হওয়া মানসিক ভারসাম্যহীন নারীর পাশে ইউএনও

ছবি : বাংলাদেশের খবর

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সদ্য মা হওয়া মানসিক ভারসাম্যহীন এক নারীর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হক।

সোমবার (২১ এপ্রিল) তিনি উপজেলার সিতাইকুন্ড গ্রামে গিয়ে ওই নারী মাহমুদা খানম ও তার নবজাতক সন্তানের খোঁজখবর নেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের খাদ্যসামগ্রী, শিশুখাদ্য, ফল, ওষুধ, প্রসাধনী ও পোশাক দেওয়া হয়।

ইউএনও জানান, ওই নারীর জীর্ণ ঘরটি দ্রুত পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্বামী পরিত্যক্ত ভাতার ব্যবস্থা করা হবে।

এ সময় উপজেলা প্রকৌশলী শফিউল আজম, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনছার আলী উপস্থিত ছিলেন।

অংকন তালুকদার/এআরএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর