Logo

সারাদেশ

নলডাঙ্গায় ইজিবাইক উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৯:১৮

নলডাঙ্গায় ইজিবাইক উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত

ছবি : বাংলাদেশের খবর

নাটোরের নলডাঙ্গায় ইজিবাইক উল্টে রাকিবুল হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার পরীক্ষার্থী।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার মহিষমাড়ি ব্রিজ এলাকায় নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল হোসেন বাশিলা পূর্বপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে এবং বাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

নলডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মনোয়ার জামান জানান, পরীক্ষা শেষে ইজিবাইক নিয়ে ঘুরতে বের হলে ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে যানটি উল্টে যায়। এতে রাকিবুল ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মেহেদী হাসান তানিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর