Logo

সারাদেশ

নাটোরে তিন ফসলি জমিতে পুকুর খনন করায় কারাদণ্ড

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৯:২০

নাটোরে তিন ফসলি জমিতে পুকুর খনন করায় কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

নাটোরের বড়াইগ্রামে তিন ফসলি জমিতে পুকুর খননের দায়ে একজনকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা দিয়ারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত খায়রুল ইসলাম সরকার (৩৫) ওই জমির মালিক আমজাদ সরকারের ছেলে। তিনি জরিমানা দিতে অপারগতা প্রকাশ করলে আদালতের নির্দেশে তাকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়।

বড়াইগ্রাম থানার ওসি মাহবুবুর রহমান জানান, জমিতে পুকুর খননের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত গিয়ে সত্যতা পান এবং আইনানুগ ব্যবস্থা নেন।

মেহেদী হাসান তানিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর