লালমনিরহাটে সাংবাদিক শাহিনুরের মুক্তির দাবিতে মানববন্ধন

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৯:২৭
-680647dbd12ea.jpg)
ছবি : বাংলাদেশের খবর
লালমনিরহাটে সাংবাদিক শাহিনুর রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকেরা।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে মিশন মোড়ে বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি হয়।
মানববন্ধনে সংগঠনের রংপুর বিভাগীয় সভাপতি শরিফুল ইসলাম রতন বলেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা গণমাধ্যমের স্বাধীনতায় হুমকি তৈরি করছে।’ তিনি সাংবাদিকদের হয়রানি বন্ধ, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তিনি জানান, সাংবাদিক শাহিনুর রহমান পেশাগত দায়িত্ব পালনের সময় কালীগঞ্জ ইউপি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের একটি অনুষ্ঠানে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এতে সাংবাদিক সমাজ উদ্বিগ্ন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কালীগঞ্জ শাখার সভাপতি ডা. নুরুজ্জামান আহমেদ, এশিয়ান টিভির প্রতিনিধি নিয়ন দুলালসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমকর্মী।
গত ৬ এপ্রিল রাতে কালীগঞ্জে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংবাদ সংগ্রহকালে শাহিনুরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। তিনি কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামের বাসিন্দা এবং দৈনিক ভোরের কথার লালমনিরহাট প্রতিনিধি।
/এআরএস