Logo

সারাদেশ

নাটোরে ছাত্রলীগের কর্মীকে হেনস্তা

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৯:৩৩

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

নাটোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে চলন্ত অটোরিকশায় পায়ের নিচে ফেলে শহরজুড়ে ঘুরে ঘুরে মারধরের ঘটনায় মামলা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে কদরের বাবা খায়রুল আলম বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

মামলায় নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জোবায়ের, পৌর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক নাঈমসহ অজ্ঞাত আরও ৫–৬ জনকে আসামি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, রোববারের ঘটনায় কদরের বাবা লিখিত অভিযোগ দেন। সেটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

রোববার (২০ এপ্রিল) দুপুরে কানাইখালী এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা ফয়সালকে অটোরিকশা থেকে নামিয়ে পায়ের নিচে ফেলে মারধর করেন। এ সময় ‘ছাত্রলীগ ছাত্রলীগ’ বলে চিৎকার করতে শোনা যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে জেলায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়।

মেহেদী হাসান তানিম/এআরএস/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর