Logo

সারাদেশ

শিবচরে ফেসবুক পোস্টের জেরে সাংবাদিকের ওপর হামলা

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৯:৩৯

শিবচরে ফেসবুক পোস্টের জেরে সাংবাদিকের ওপর হামলা

মাদারীপুরের শিবচরে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করার জেরে এক সাংবাদিকের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। রোববার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার মাদবরচর এলাকার চিতাখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।  

হামলার শিকার সাংবাদিক এম এ কাইয়ুম গ্লোবাল টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি। ঘটনার সময় স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

ভুক্তভোগীর অভিযোগ, গত ১৭ এপ্রিল তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটিতে দেখা যায়, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর ছবি সম্বলিত একটি ব্যানার উপজেলার পাঁচ্চর গার্লস স্কুলের সামনে টাঙানো হয়েছে, যা নিচু অবস্থানে থাকায় পথচারীরা আঘাতপ্রাপ্ত হচ্ছেন। ব্যানারটি টাঙিয়েছিলেন ছাত্রদলের শিবচর উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল মুন্সি।

এই ভিডিও প্রকাশের পরদিনই রবিবার রাতে চিতাখোলা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে রুবেল মুন্সির নেতৃত্বে একদল ব্যক্তি কাইয়ুমের ওপর হামলা চালায় এবং তাকে অবরুদ্ধ করে রাখে।  

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ পিপিএম জানান, ‘খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিককে উদ্ধার করি এবং হাসপাতালে ভর্তি করি। তিনি আমাদের কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

এদিকে হামলার ঘটনার প্রতিবাদে শিবচর ও মাদারীপুরের সাংবাদিকরা তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।  

ঘটনার পর অভিযুক্ত রুবেল মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।  

মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী বলেন, ‘আমার সমর্থক যদি অপরাধ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হোক। আমি কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা পছন্দ করি না, এটা সবাই জানে।’  

সাংবাদিক এম এ কাইয়ুম বলেন, ‘আমার ওপর যেভাবে পরিকল্পিত হামলা হয়েছে, তার বিচার চাই। আমি থানায় এসে দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’  

মো. খলিল মিয়া/এমএইচএস


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর