পাবনায় হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি, বাজারে ভ্রাম্যমাণ অভিযান

পাবনা প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৯:৩৯
-68064a8df0c33.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পাবনার বাজারে হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে শহরের পুষ্পপাড়া বাজারে এ অভিযান পরিচালিত হয়। বাজার তদারকির ফলে পেঁয়াজের দাম মণপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কমে আসে।
এছাড়া বোতলজাত সয়াবিন তেলের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখায় সেলিম স্টোরকে ৩ হাজার, নতুনপাড়া মাসুদ স্টোরকে ২ হাজার এবং বাকচিপাড়া সোনাই স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ ৮ হাজার টাকা।
অভিযানে ভোক্তা অধিকার অধিদপ্তরের সঙ্গে ব্যাটালিয়নের একটি দলও অংশ নেয়। সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
এআরএস