Logo

সারাদেশ

‘বাংলাদেশের খবর’ এ সংবাদ প্রকাশ, সেই ফেসবুক পেজ গায়েব

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ২০:০৩

‘বাংলাদেশের খবর’ এ সংবাদ প্রকাশ, সেই ফেসবুক পেজ গায়েব

বাংলাদেশের খবর-এ সংবাদ প্রকাশের আলোচিত সেই ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সাইবার বুলিংয়ের অভিযোগ নিয়ে ‘বরগুনায় সাইবার বুলিংয়ের শিকার শিক্ষার্থীরা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।

জানা গেছে, Barguna Meme & Crush, Confession নামে ফেসবুক পেজটিতে ১৩ হাজারেরও বেশি ফলোয়ার ছিল। পেজটি থেকে প্রতিদিন কোনো ব্যক্তির অনুমতি ছাড়া ছবিসহ নামপরিচয় দিয়ে প্রেম নিবেদনের একাধিক লেখা পোস্ট করা হতো। যাদের নিয়ে পোস্ট করা হয় তাদের অধিকাংশই বরগুনার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রী।

হুমায়ূন আহমেদ ভক্তদের সংগঠন ‘হিমু পরিবহন' এর বরগুনার সমন্বয়কারী জাহিদ হাওলাদার বলেন, ‘বরগুনা মিম অ্যান্ড ক্রাশ কনফেশন' পেজটি শিক্ষার্থীদের অনুমতি ছাড়া গোপনে ছবি তুলে পোস্ট করে। এসব পোস্টে নানা নেতিবাচক মন্তব্য আসে। এতে হয়রানির শিকার হন ভুক্তভোগীরা। বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশ হলে পেজটি বন্ধ হয়ে যায়৷ এসব পেজ যেন পুনরায় মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।’ 

বসুন্ধরা শুভ সংঘের বরগুনা ইউনিটের সাধারণ সম্পাদক সাকিব মাহমুদ বলেন, ‘বরগুনা মিম অ্যান্ড ক্রাশ কনফেশন পেজটি তরুণ তরুণীদের কাছে আতঙ্কের নাম। তবে সংবাদ প্রকাশের পর পেজটি বন্ধ রয়েছে। শুধু এই পেজই নয়, বরগুনার অনেক ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে যা থেকে ছেলে মেয়েদের উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বুলিং করা হয়। এসব পেজ এবং আইডি বন্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এমনটাই আশা করছি।’ 

এ বিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম বলেন, ‘বিষয়টি উদ্বেগজনক এবং সাইবার ক্রাইমের অংশ। এ ব্যাপারে কোনো ভুক্তভোগী অভিযোগ করলে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব। পাশাপাশি এসব পেজ বন্ধে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।’

খান নাঈম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর