Logo

সারাদেশ

হাজীগঞ্জে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় কেন্দ্র ভাঙচুর

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ২০:০৬

হাজীগঞ্জে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় কেন্দ্র ভাঙচুর

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের হাজীগঞ্জে এসএসসির গণিত পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষা শেষে কেন্দ্রে ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে পরীক্ষার্থীরা।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর কেন্দ্রের ওই ঘটনায় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন ভাঙচুর ও বলাখাল-রামপুর সড়ক অবরোধ করে পরীক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। হলে কঠোর নজরদারির কারণে পরীক্ষা খারাপ হওয়ার অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। পরে তারা রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র সচিবসহ শিক্ষকরা চেষ্টা করলেও ব্যর্থ হন। সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরীক্ষার্থীরা অভিযোগ করে, অতিরিক্ত নিরাপত্তার কারণে তাদের মানসিক চাপ বেড়ে যায় এবং গণিত পরীক্ষা খারাপ হয়।

রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতাহের হোসেন জানান, পরীক্ষার্থীরা বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করেছে। বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, অপ্রাপ্তবয়স্ক পরীক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের অবহিত করে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে।

আলআমিন ভূঁইয়া/ এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর