Logo

সারাদেশ

কুয়াকাটায় ওয়ার্কশপ মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ২০:১৬

কুয়াকাটায় ওয়ার্কশপ মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে ওয়াকশপের মালিক মজিবুর রহমান (৩০) এর মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার মৎস্যবন্দর আলীপুর বাজারের কালাচানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মজিবুর রহমান আলীপুর বাজারের আব্দুস সোবহান হাওলাদারের ছেলে এবং চার সন্তানের জনক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে খাবার খেয়ে বাসা থেকে বের হয়ে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। রাতের বেলা সাধারণত তিনি দোকানেই থাকতেন। সোমবার দুপুরে খোঁজাখুঁজির পর, পরিবারের সদস্যরা দোকানের সার্টার ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জাকারিয়া জাহিদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর