সাভারে এসএসসি পরীক্ষার হলে মোবাইল কেলেঙ্কারি, ৭ শিক্ষক বহিষ্কার

সাভার প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ২০:২৩
-680654df5fb51.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সাভারে এসএসসি গণিত পরীক্ষায় অনিয়মের অভিযোগে সাতজন পরিদর্শককে বহিষ্কার এবং এক কেন্দ্র সচিবকে অব্যাহতি দিয়েছে প্রশাসন।
সোমবার (২১ এপ্রিল) সাভার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র-২–তে এ ঘটনা ঘটে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বকর সরকারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষাকেন্দ্রে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে প্রবেশ করায় চুক্তিভিত্তিক শিক্ষক এনাম আহম্মেদ (সাভার উচ্চ বালিকা বিদ্যালয়) ও তমাল হোসেন (আনিছ মোমোরিয়াল স্কুল)–কে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।
এ ছাড়া দায়িত্বে গাফিলতির অভিযোগে আরও পাঁচ শিক্ষক—আল মাহমুদ (বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়), কামরুন্নাহার রুমি (গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল অ্যান্ড কলেজ), ইমরান হোসেন (বাড্ডা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ), নুপুর মল্লিক ও রাশিদা বেগম (ভাকুর্তা ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ)—কে পরীক্ষা কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া হয়।
কেন্দ্র সচিব এসএম রফিকুজ্জামানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ারা আক্তারকে।
ইউএনও জানান, অভিযোগ তদন্তে প্রমাণ মিলেছে বলেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরিফুল ইসলাম সাব্বির/এআরএস