Logo

সারাদেশ

রূপগঞ্জে গণপিটুনির ১০ দিন পর ১৫ মামলার আসামির মৃত্যু

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ২০:২৯

রূপগঞ্জে গণপিটুনির ১০ দিন পর ১৫ মামলার আসামির মৃত্যু

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গণপিটুনিতে আহত শান্ত (৩০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এর আগে ১১ এপ্রিল রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হিরনাল এলাকায় স্থানীয়দের গণপিটুনির শিকার হন শান্ত।

মারা যাওয়া শান্ত একই এলাকার জসিমউদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে ডাকাতি, চুরি, মাদকসহ অন্তত ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, মাটি কাটাকে কেন্দ্র করে যুবদল নেতা আসাদ ফকিরের সঙ্গে শান্তর বিরোধ হয়। শান্ত ও তাঁর লোকজন আসাদ ফকিরকে মারধর করলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে শান্তকে গণপিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে।

প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে শান্তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি আরও জানান, এ ঘটনায় শান্তর চাচা সালাউদ্দিন সরকার ৪০ জনের বিরুদ্ধে এবং আসাদ ফকিরের বোন শিউলি আক্তার ২৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছেন। একটি মামলায় সন্দেহভাজন এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এন বি আকাশ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর