Logo

সারাদেশ

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ২০:৩৬

কুমিল্লায় আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকায় রাতে ঝটিকা মিছিল করার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে শাসনগাছা এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এরপর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা ব্যক্তিরা হলেন—চাঁদপুর এলাকার মো. আরিফ, মোগলটুলির আব্দুল হান্নান ওরফে আদি, রাইচৌরের মো. কবির হোসেন, ছোটরার একেএম মনিরুজ্জামান ভূঁইয়া ওরফে কিশোর, বরুড়ার আরিফুল ইসলাম, বুড়িচংয়ের জাহিদুল হাসান রিমন, দেবিদ্বারের পিয়েল চন্দ্র সাহা এবং তৈল কুপী গ্রামের ডাক্তার মোস্তফা।

ওসি মহিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর