পঞ্চগড়ে ট্রাক মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মেকানিকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ২১:০১
-68065dc984037.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ডাম্প ট্রাক মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন রুবেল ইসলাম (২৫) নামে এক মেকানিক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালক হাবিব।
সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে দেবীগঞ্জ পৌরসভার আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রুবেল ইসলাম ভোলা সদর উপজেলার রামদাসপুর ইউনিয়নের রাজারামপুরের বাসিন্দা। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার বোনের বাড়িতে থাকতেন এবং দেবীগঞ্জে মেকানিকের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারী থেকে ডাম্প ট্রাক মেরামত করতে দেবীগঞ্জের একটি দোকানে আনা হয়। মেরামতের সময় ট্রাকের বডি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে আসে। যা বিদ্যুৎস্পৃষ্টের কারণ হয়ে দাঁড়ায়। রুবেল ঘটনাস্থলেই মারা যান এবং তাকে বাঁচাতে গিয়ে আহত হন হাবিব।
স্থানীয় ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার কাজ করে রুবেলকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। আহত হাবিবকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।
এসকে দোয়েল/এআরএস