ইউপিডিএফের আস্তানায় অভিযান, বিপুল প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ২১:১১
-6806601d3aa31.jpg)
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়িতে অপহৃত ৫ শিক্ষার্থীর সন্ধানে যৌথবাহিনী ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম উদ্ধার করেছে।
সোমবার (২১ এপ্রিল) ভোর ৫টার দিকে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণ চন্দ্র কার্বারী পাড়ায় অভিযান চলাকালে তালাবন্ধ একটি ঘর খোলার পর ইউপিডিএফের ব্যবহৃত সামরিক ইউনিফর্ম, ল্যাপটপ, মোবাইল ফোন, চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
ঘর থেকে উদ্ধার হওয়া অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে পিস্তলের গুলি, ওয়াকি-টকি, ক্যামেরা, সেলাই মেশিন, জিম্মি ধরে রাখার লোহার চেইন, প্রোপাগান্ডা সামগ্রী ও খাদ্য উপকরণ। খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে নিরাপত্তা বাহিনী জানায়, অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। গত বুধবার (১৯ এপ্রিল) খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে ৫ শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল। ইউপিডিএফকে দায়ী করে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরা অভিযোগ করেছেন, তবে ইউপিডিএফ এ অভিযোগ অস্বীকার করেছে।
ছোটন বিশ্বাস/এআরএস