
বরিশালের আগৈলঝাড়ায় র্যাবের (র্যাব-৮) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাব সদস্যসহ আরও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাহেবের হাট সংলগ্ন ওরাভাশবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম।
নিহত যুবকের নাম মো. সিয়াম মোল্লা (২২)। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের রিপন মোল্লার ছেলে। আর আহত গুলিবিদ্ধ রাকিব মোল্লা (২৭) একই এলাকার খালেক মোল্লার ছেলে। তারা দুজনেই ‘চিহ্নিত মাদক ব্যবসায়ী’ হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, র্যাব-৮ এর একটি সিভিল টিম গোপনে মাদকবিরোধী অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এ সময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়ে। গোলাগুলির একপর্যায়ে সিয়াম ও রাকিব গুলিবিদ্ধ হন। এ ছাড়া সংঘর্ষে দুই র্যাব সদস্যও আহত হয়েছেন। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় মোহনকাঠী গ্রামের মোটরসাইকেল চালক হাসান মৃধা জানান, একটি ইজিবাইক থেকে কয়েকজন অপরিচিত ব্যক্তি গুলিবিদ্ধ সিয়ামকে হাসপাতালে নেওয়ার জন্য তার মোটরসাইকেল ব্যবহার করে। পরে গৌরনদী উপজেলা হাসপাতালে পৌঁছালে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জাকিয়া রহমান জানান, সিয়ামের বুকে গুলির চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
বরিশাল আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে র্যাব সদস্যরা হামলার শিকার হন। গুলিবিনিময়ের সময় একজন নিহত ও কয়েকজন আহত হন। ঘটনার তদন্ত চলছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
তবে র্যাব-৮ এখন পর্যন্ত এই ঘটনায় আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। এদিকে একটি নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধ সিয়াম ও রাকিব নিজের দলের গুলিতেই আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
- জেআই জুয়েল/এটিআর