জামালপুরে ছাত্রনেতা মীর ইসহাককে ‘প্রাণনাশের হুমকি’

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৮:০৭
-6806f9ca4c244.jpg)
ছবি : লাইভ ভিডিও থেকে নেওয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। সোমবার (২১ এপ্রিল) রাত ৯টা ১৬ মিনিটে নিজের ফেসবুক আইডি (Meer Ishak Hasan Ikhlas) থেকে এক লাইভে এসব অভিযোগ করেন ইসহাক নিজেই।
ফেসবুক লাইভে তিনি বলেন, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে আমি সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। ৫ আগস্টের ঘটনার আসামিরা আমাদের বাড়িতে হামলা করতে এসেছে। মেস্টা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী বদরুল হাসান বিদ্যুৎ ও তার আত্মীয়রা এ হামলার নেতৃত্ব দেয়।
তিনি দাবি করেন, ‘তারা বলেছে, সমন্বয়কদের লাশ খুঁজে পাওয়া যাবে না। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা কেউই কোনো ব্যবস্থা নিচ্ছেন না। হামলার প্ল্যান হয়ে গেছে। আমাদের এলাকায় থাকতে দেবে না—এই হুমকি তারা প্রকাশ্যেই দিয়েছে।’
লাইভে মীর ইসহাক ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার ও প্রশাসনের কাছে জানতে চাই—কত টাকার লেনদেনে আমাদের জীবনকে বিপন্ন করা হচ্ছে? কেন বিদ্যুৎকে গ্রেপ্তার করা হচ্ছে না? আমি নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের দৃষ্টি আকর্ষণ করছি—আপনারাই তো বারবার সুযোগ দিয়েছেন বলে হামলাকারীরা সাহস পাচ্ছে।
শেষে তিনি ঘোষণা দেন, যদি আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা হয়, তবে আমি জামালপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে আমরণ অনশন করব।
এদিকে, অভিযোগের বিষয়ে মেস্টা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান প্রার্থী বদরুল হাসান বিদ্যুৎ তার ফেসবুক পেইজে পোস্ট দিয়ে মীর ইসহাকের অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক ষড়যন্ত্রমূলক’ বলে উল্লেখ করেন।
ঘটনার বিষয়ে জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মকবুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
মেহেদী হাসান/এটিআর