Logo

সারাদেশ

চাকরির প্রলোভনে ২৮ লাখ টাকা আত্মসাৎ, মেডিকেল অফিসার আটক

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৮:১৭

চাকরির প্রলোভনে ২৮ লাখ টাকা আত্মসাৎ, মেডিকেল অফিসার আটক

সরকারি চাকরি দেওয়ার আশ্বাসে প্রতারণার মাধ্যমে ২৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক উপ-সহকারী মেডিকেল অফিসারকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে কুড়িগ্রাম জেলা শহরের ডিসি অফিস সংলগ্ন পুকুরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম রাজিউন হক সাগর (২৯)। তিনি লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার। তার পিতার নাম মশিউর রহমান।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাফায়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজিউন হককে আটক করা হয়। তিনি তিনজন ভুক্তভোগীর কাছ থেকে সরকারি চাকরি দেওয়ার প্রলোভনে মোট ২৮ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার আরও বেশ কয়েকজনের কাছ থেকেও একই কায়দায় টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

আটকের পর রাত সাড়ে ১১টার দিকে রাজিউনকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়।

  • ফজলুল করিম ফারাজী/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর