বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় এসএসসি পরীক্ষার্থীর বাড়িতে হামলা

মোড়েলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৮:৪১
-680701d36c400.jpg)
বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় বাগেরহাটের মোড়েলগঞ্জে এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ছয়জনকে পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। সোমবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার খাউলিয়া ইউনিয়নের বড়পরি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী মেরিনা আক্তার (১৮), জিহাদ হাওলাদার (১৪) ও রাজিয়া বেগমকে (৩৫) মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত বাকি তিনজন ইমরান হাওলাদার (২৫), মহিবুল্লাহ হাওলাদার (১৯) ও মনোয়ারা বেগমকে (৬০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় খাউলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য মোশারফ হাওলাদার বাদী হয়ে সাব্বির মাতুব্বরসহ ১০ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বড়পরি গ্রামের বাচ্চু হাওলাদারের মেয়ে মেরিনা আক্তার চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। সম্প্রতি একই গ্রামের সাব্বির মাতুব্বর নামের এক যুবক মেরিনার দাদা মোশারফ হোসেন হাওলাদারের কাছে তার নাতনিকে বিয়ে করার প্রস্তাব দেন। তবে সাব্বিরের আগের স্ত্রী ও সন্তান থাকায় সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। পরে মেরিনার বিয়ে অন্যত্র হয়ে যায়।
এতে ক্ষুব্ধ হয়ে সোমবার দুপুর ১টার দিকে সাব্বিরের নেতৃত্বে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল বাচ্চু হাওলাদারের বাড়ি ও তার ভাই মামুন হাওলাদারের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় মেরিনার স্বামী ইমরান হাওলাদারকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। তার চিৎকারে এগিয়ে আসা মেরিনা এবং তার মা ও পরিবারের অন্যান্য সদস্যদেরও পিটিয়ে জখম করা হয়।
মেরিনার তলপেটে গুরুতর আঘাত লাগায় তিনি প্রচণ্ড রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মেরিনার দাদা বলেন, সাব্বিরের স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও সে আমার নাতনিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুটপাট করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব আল রশিদ বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- সাইফুল ইসলাম/এটিআর