Logo

সারাদেশ

মাছ ধরা নিয়ে দ্বন্দ্ব, চাচার হাতে ভাতিজা ‘খুন’

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১০:৪৫

মাছ ধরা নিয়ে দ্বন্দ্ব, চাচার হাতে ভাতিজা ‘খুন’

কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহতের অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরার ভিটা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে

নিহত ভাতিজার নাম মোকারিম (১৬)। সে একই গ্রামের ফারুক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মাছ ধরার সময় মোকারিমের চাচা বাবুল মিয়া ও তার ছেলে মনির মিয়ার সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা মোকারিমের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। ধারালো ছুরি দিয়ে একাধিকবার আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোকারিমকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের আরেক চাচা মো. হারুন মিয়া বলেন, মাছ ধরা নিয়ে ঝগড়া হয়। এরপর বাবুল ও মনির ছুরি দিয়ে আঘাত করে মোকারিমকে হত্যা করে। আমি বাধা দিতে গেলে আমিও আহত হই। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

চৌগাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারিবারিক বিরোধ মারামারিতে রূপ নেয়। এতে একজন নিহত হয়েছে বলে জেনেছি।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, নিহতের খবর শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • আব্দুর রউফ/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর