Logo

সারাদেশ

ভূঞাপুরে মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

Icon

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১১:০৫

ভূঞাপুরে মাদ্রাসার মুহতামিমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি মাদরাসার মুহতামিমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে মামলা দায়ের হয়েছে। উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া মদিনাতুল উলুম মডেল মাদরাসার সাবেক মুহতামিম জাহিদুল ইসলামের বিরুদ্ধে এ মামলা করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মো. আব্দুর রাজ্জাক।

২০২১ সালে মাদরাসা প্রতিষ্ঠার সময় জাহিদুল ইসলামকে মুহতামিমের দায়িত্ব দেওয়া হয়। এরপর তিন বছর দায়িত্বে থাকাকালে তিনি মাদরাসার বিভিন্ন খাতের টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।

মাদরাসার কয়েকজন শিক্ষক ও কর্মচারী জানান, জাহিদুল মুহতামিমের দায়িত্বে থাকা অবস্থায় আর্থিক স্বচ্ছতা ছিল না। বিভিন্ন সময় টাকা চাওয়ার পরও হিসাব দিতেন না। একপর্যায়ে গত মার্চ মাসে তিনি মাদরাসার কাগজপত্র ও কয়েক মাসের টাকাসহ কোনো অনুমতি ছাড়াই চলে যান।

এসময় তিনি পাশের একটি নতুন মাদরাসায় ভর্তি করানোর কথা বলে অর্ধশতাধিক শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে নিয়ে যান বলেও অভিযোগ শিক্ষার্থীদের।

অভিযুক্ত সাবেক মুহতামিম জাহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, পরিচালকের বিরুদ্ধেও আমার অভিযোগ আছে। এসব বিষয় মোবাইলে বলা সম্ভব না। আসেন, সাক্ষাতে কথা বলব।

পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, অনেকবার হিসাব চেয়েছি, কিন্তু তিনি এড়িয়ে গেছেন। গ্রাম্য সালিশেও সমাধান না হওয়ায় আদালতে মামলা করা হয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ইমারত বলেন, মামলার তদন্তের দায়িত্ব পেয়েছি। অভিযোগের বিষয়গুলো যাচাই করা হচ্ছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর