Logo

সারাদেশ

চুরি হওয়া গরু থানার সামনে! চোরেরা ফেলে গেল পিকআপও

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১২:২৭

চুরি হওয়া গরু থানার সামনে! চোরেরা ফেলে গেল পিকআপও

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে গরু চোর চক্রের তৎপরতা। সম্প্রতি একের পর এক খামার থেকে গরু চুরির ঘটনা ঘটছে।

সবশেষ সোমবার ‍দিবাগত গভীর রাতে (২২ এপ্রিল) উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা দক্ষিণপাড়া গ্রামে কৃষক মো. জালাল উদ্দিন শেখের খামার থেকে চুরি হয় দুটি গরু ও একটি বাছুর।  

মঙ্গলবার সকালে খামারে গিয়ে গরুগুলো না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন কৃষক জালাল উদ্দিন। এরপর তিনি থানায় গেলে একটি পিকআপ ভ্যানের পাশে বাঁধা অবস্থায় দুটি গরু ও একটি বাছুর দেখতে পান। তিনি সেগুলো নিজের গরু হিসেবে শনাক্ত করেন।  

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, রাতের টহলের সময় পুলিশ একটি সন্দেহজনক পিকআপ থামানোর চেষ্টা করে। এ সময় চোরচক্র পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টা করে।  

পরে থানার আরেকটি টহল টিম সামনে থেকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে চোরচক্র পিকআপ থেকে একটি বাছুর ফেলে দেয়, যাতে পুলিশ গাড়ি থামিয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত চোররা পিকআপ ফেলে পালিয়ে যায়।  

এসআই জহিরুল জানান, ঘটনাস্থল থেকে একটি পিকআপ, দুটি গরু ও একটি বাছুর উদ্ধার করা হয়েছে। আরেকটি বাছুর উপজেলার মৈশাইর বাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়।  

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, উদ্ধার হওয়া গরুগুলো মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পিকআপটি জব্দ করা হয়েছে। চোর চক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

রফিক সরকার/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর