Logo

সারাদেশ

পরিবেশ উপদেষ্টা

ভবদহের স্থায়ী সমাধানে কাজ করছে সরকার

Icon

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৪:২৫

ভবদহের স্থায়ী সমাধানে কাজ করছে সরকার

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যা স্থায়ী দুর্যোগে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সরকার এই সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে। ভবদহের সমস্যার স্থায়ী সমাধান হবে এ সরকারের মেয়াদেই।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে যশোরের মণিরামপুর উপজেলার ভবদহ স্লুইসগেট এলাকা পরিদর্শন শেষে ভবদহ কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ভবদহ অঞ্চলের প্রায় ২০ হাজার হেক্টর জমির মধ্যে ১৭ হাজার হেক্টর জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগেই এটি সম্ভব হয়েছে। পূর্ববর্তী অনেকেই দায়িত্বে থেকেও এই সমস্যার সমাধানে সদিচ্ছা দেখাননি।

তিনি আরও বলেন, আমডাঙ্গা খাল, হরিভদ্রা ও আপার ভদ্রা নদী খননের কাজ সেনাবাহিনীকে দিয়ে করানো হবে। কৃষকদের বাণিজ্যিক হারে বিদ্যুৎ বিল পরিশোধের সমস্যা নিরসনে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। এ ছাড়া ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় আপাতত বন্ধ রাখা হয়েছে।

হরিনদী এলাকার ইটভাটা প্রসঙ্গে তিনি বলেন, এই ইটভাটাগুলো সরকারি নয়। এখানে অনিয়ম ও দুর্নীতি হয়েছে কি না, তা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কোনো রকম অব্যবস্থাপনা সরকার সহ্য করবে না।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক, যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রনওক জাহান, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, ওসি নুর মোহাম্মদ গাজী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুছা, জামায়াতে ইসলামী যশোর জেলার সূরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক ফজলুর রহমান, সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, ভবদহ আন্দোলন সংগ্রাম কমিটির আহ্বায়ক ইকবাল কবীর জাহি এবং মনোহরপুর ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

সভা শেষে উপদেষ্টারা কৃষিজমি পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

  • জাহাঙ্গীর আলম/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর