Logo

সারাদেশ

ভুট্টাক্ষেতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৬:০০

ভুট্টাক্ষেতে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুরের গোপালনগর মাঠের একটি ভুট্টাক্ষেত থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে গোপালনগর মাঠে আব্দুল খালেকের ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল।

জানা গেছে, ওই এলাকায় সম্প্রতি পল্লী বিদ্যুতের নির্মাণাধীন লাইনের কিছু বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, চুরি করতে গিয়ে ওই ব্যক্তি মারা গেছেন। তবে মরদেহের মুখ ও শরীরে আলকাতরা (বিশেষ রং) মাখানো থাকায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ওসি বলেন, ‘স্থানীয়রা ভুট্টাক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।’

আকতার/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর