-680771ebe1b06.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহীউদ্দীনকে তিন দিনের রিমান্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় তাকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে হাজির করা হলে এ আদেশ দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন, তবে আদালত প্রাথমিক তদন্তের স্বার্থে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহারকারী বিএনপিপন্থী অ্যাডভোকেট মুরাদ হোসেনসহ বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট বজলুর রহমান, অ্যাডভোকেট মতিউর রহমান জাকা ,অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সহ আরো ১০-১২ জন বিএনপিপন্থী আইনজীবী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি মাসের ৮ এপ্রিল সকাল ১১ ঘটিকায় গোলাম মহীউদ্দীন স্বেচ্ছায় মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানিকালে বিচারক তার জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার পরপরই দায়ের করা মামলায় গোলাম মহীউদ্দীনকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলা বিএনপি কার্যালয়ে পরিকল্পিতভাবে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আরও সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর রয়েছে।
আফ্রিদি আহাম্মেদ/এমআই