-6807754ee6144.jpg)
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা পুরাতন ফেরিঘাট এলাকায় নিখোঁজ বাল্কহেড শ্রমিক মো. আতাউর রহমান (৬০) এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে এগারোটায় মেঘনার তীরবর্তী চরবলাকী এলাকায় ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে নিহতের স্বজনদের সহযোগিতায় মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়।
নিহত ব্যক্তি, ঢাকা জেলার ধামরাই উপজেলার ফুলতলা কাকরান গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. আতাউর রহমান।
জানা গেছে, রোববার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা মেঘনাঘাট বাজার সংলগ্ন নদীতে নোঙর করা বাল্কহেড থেকে পড়ে আতাউর রহমান নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে সন্ধান পায়নি। মঙ্গলবার চরবলাকী এলাকা থেকে আতাউর রহমানের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশের এসআই (তদন্ত) কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, ‘পৌনে ১২টায় আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করি। নিহতের স্বজনেরা মরদেহ শনাক্ত করে।’
মো. আবু সাঈদ/এমআই