Logo

সারাদেশ

‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৭:৪৪

‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

‘দৈনিক আমার দেশ’ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে মেঘনা গ্রুপের চেয়ারম্যান কর্তৃক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ফেনীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক,  রাজনৈতিক, পেশাজীবী এবং ছাত্র প্রতিনিধিরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উক্ত মানববন্ধন উপস্থিত বক্তৃতারা আপসহীন সম্পাদক মাহমুদুর রহমানের নিকট নিঃশর্ত ক্ষমা চেয়ে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালকে দ্রুত এ মামলা প্রত্যাহারের দাবি জানান। সেই সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ৭১ টিভিসহ গ্রুপটির সকল সম্পদ ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে জন-আকাঙ্কা পূরণের প্রস্তাব করেন।

এসময় বক্তব্য দেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিম,ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, এবি পাটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম বাদল, খেলাফত মজলিসের সহ সেক্রেটারি আজিজ উল্যাহ আহম্মাদী, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোন্দকার, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি জসিম উদ্দিন মাহমুদ, দিলদার হোসেন স্বপন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী।

এম. এমরান পাটোয়ারী/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর