Logo

সারাদেশ

মুন্সীগঞ্জে ১২ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৮:৩৫

মুন্সীগঞ্জে ১২ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

গ্রেপ্তার বাবা-ছেলে।

মুন্সীগঞ্জের শ্রীনগরে ১২ কেজি গাঁজাসহ এক বাবা ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার রাঢ়ীখাল বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার র‌্যাব-১০ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-শ্রীনগরের মধ্য বাঘড়া এলাকার মৃত ফজলুর রহমান কাজীর ছেলে মো. বজলু কাজী এবং তার ছেলে মো. রোমান কাজী।

র‌্যাব জানায়, তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য সাড়ে তিন লাখ টাকা।  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

আবু সাঈদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর