Logo

সারাদেশ

পঁচা মাংস বিক্রির চেষ্টা, ব্যবসায়ীর ৭ দিনের কারাদণ্ড

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেট, কুমিল্লা

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ২০:২১

পঁচা মাংস বিক্রির চেষ্টা, ব্যবসায়ীর ৭ দিনের কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে পঁচা গরুর মাংস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে এক মাংস ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে ভূশ্চি বাজারের করিম মজুমদার মার্কেটে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ৮০ কেজি পঁচা গরুর মাংস। উদ্ধারকৃত মাংস ঘটনাস্থলেই মাটিতে পুঁতে ফেলা হয়।  

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি,  উপজেলার আমুয়া গ্রামের আবুল কালাম। স্থানীয় ভূশ্চি বাজারের একজন মাংস ব্যবসায়ী।  

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে আমুয়া গ্রামের ক্ষীরা নদীর পাড়ে একটি রোগাক্রান্ত মৃত গরু জবাই করে তার মাংস আলাদা করছিলেন আবুল কালাম। এ সময় পুলিশ টহল টিমের চোখে পড়ে ঘটনাটি। এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সেখানে গিয়ে দুর্গন্ধ ও গরুর চামড়া ছাড়ানোর দৃশ্য দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় গরুটিকে মাটিতে পুঁতে ফেলা হয়।  

পরে সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং বিষয়টি ইউএনওর নজরে আসে।  

ব্যবসায়ী শামছল হক বলেন, ‘আবুল কালামের কারণে আমরা সকলেই সামাজিকভাবে হেয় হচ্ছি। সে বিভিন্ন জায়গা থেকে গরুর মাংস এনে বিক্রি করে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ভূশ্চি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ বলেন, ‘মৃত গরুর মাংস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা একটি জঘন্য কাজ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে যাতে কেউ এমন কাজ না করে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।’

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, গরুটি রোগাক্রান্ত ছিল এবং উদ্ধারকৃত মাংস থেকে তীব্র দুর্গন্ধ পাওয়া গেছে। বিষয়টি আরও নিশ্চিত হতে নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।  

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রি খীসা বলেন, ‘ভিডিওটি দেখে আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করি এবং অভিযান চালিয়ে পঁচা মাংস উদ্ধার করি। অভিযুক্তকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

মাসুদ রানা/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর