Logo

সারাদেশ

পরীক্ষা ভালো হয়নি, ঘরে মিলল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০১:১৯

পরীক্ষা ভালো হয়নি, ঘরে মিলল এসএসসি পরীক্ষার্থীর মরদেহ

পটুয়াখালীর মহিপুরে রিমি (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। 

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলীপুর অগ্রাণী ব্যাংক সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত রিমি চাঁদপুরের বাসিন্দা আ. খালেকের মেয়ে।

নিহত রিমির মা খাদিজা বেগম জানান, পরীক্ষা শেষে রিমি বাসায় এলে আমি খাওয়ার জন্য তাকে ডাকি। পরীক্ষা ভালো হয়নি, পরে খাবে- এ কথা বলে রুমে চলে যায়। পরে খাওয়ার জন্য ডাকাডাকি করলে কোনো সারাশব্দ না পেয়ে ঘর মালিককে খবর দেয়। পরে তারা গিয়ে জানালা দিয়ে দেখেতে পায় সে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিচে পরে আছে। 

দরজা ভেঙে তাকে উদ্ধার করে কুয়াকাটা তুলাতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) অনিমেষ হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাকারিয়া জাহিদ/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর