Logo

সারাদেশ

মানিকগঞ্জ

ভুল রক্ত পুশ করায় রোগীর মৃত্যু, ডাক্তার-নার্সদের অবহেলা প্রমাণিত

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০১:৫৭

ভুল রক্ত পুশ করায় রোগীর মৃত্যু, ডাক্তার-নার্সদের অবহেলা প্রমাণিত

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ‘ও’ পজিটিভের বদলে ‘বি’ পজিটিভ গ্রুপের রক্ত পুশ করায় রোগী মৃত্যুর ঘটনায় দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের ভুল চিকিৎসা ও অবহেলার সত্যতা মিলেছে। তদন্ত কমিটির প্রতিবেদনে চিকিৎসক ও নার্সদের অবহেলার বিষয়টি বেরিয়ে আসে।

মঙ্গলবার (২২ এপ্রিল) চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলা ও ভুল চিকিৎসার সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ মেডিকেল কলেজের পরিচালক ডা. সফিকুল ইসলাম।

সফিকুল ইসলাম বলেন, রোগীকে ভুল রক্ত পুশ করার সময় ডিউটিতে ছিলেন ডা. নুরজাহান, ইন্টার্ন চিকিৎসক ডা. অথৈ এবং নার্স হিসেবে ডিউটিতে ছিলেন সিনিয়র স্টাফ নার্স সোনিয়া খাতুন, মৌসুমী আক্তার ও ইন্টার্ন নার্স বৃষ্টি সমাদ্দার।

তিনি বলেন, তদন্ত কমিটি মঙ্গলবার আমার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। সেটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে আর কিছু বলতে পারব না। কারণ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমার নয়, আমার কাজ তদন্ত প্রতিবেদন ডিজি স্যারের কাছে পাঠানো। ব্যবস্থাও তিনিই নেবেন। আশা করছি, তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষীরা শাস্তির আওতায় আসবেন।

নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির সদস্য হাসপাতালটির আরেক চিকিৎসক বলেন, ভুল গ্রুপের রক্ত পুশ করায় রোগীর মৃত্যুর ঘটনায় তদন্তে দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের অবহেলা ও ভুল প্রমাণিত হয়েছে। এক্ষেত্রে অবশ্যই তাদের দোষ ছিল।

তিনি আরো জানান, রোগীকে ভুল রক্ত পুশ করার কাগজে স্বাক্ষর করেছেন ডা. অথৈ। তবে বিকেল সাড়ে ৪টার দিকে রোগীর শরীরে রক্ত পুশ করার সময় ডা. নুরজাহানও ডিউটিতে ছিলেন। রোগীর শরীরে ২০ মিলি লিটারের মতো রক্ত প্রবেশ করানো হয়। এর ১৫-২০ মিনিট পর রোগীর শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হলে রোগীর স্বজনরা ও আশপাশের লোকজন ঝামেলা শুরু করলে ডা. নুরজাহান হাসপাতাল থেকে চলে যান। 

তিনি বলেন, তার চলে যাওয়ার সিসিটিভি ফুটেজও আছে আমাদের কাছে। আমরা নিরপেক্ষ তদন্ত করেছি। এ বিষয়ে এর বেশি বলতে পারব না। তদন্ত প্রতিবেদন পরিচালক স্যারের কাছে দাখিল করেছি। আশা করছি দোষীরা শাস্তি পাবেন। তবে অফিসিয়াল প্রসেসিংয়ের কারণে একটু সময় লাগতে পারে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মো. বিল্লাল নামের এক রোগীর শরীরে ‘ও’র বদলে ‘বি’ পজিটিভ গ্রুপের রক্ত পুশ করার পর রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। এতে দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের ভুল ও অবহেলার অভিযোগ তুলেন নিহত বিল্লালের স্বজনরা। পরদিন ঘটনা তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সেই কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটি। 

আফ্রিদি আহাম্মেদ/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর