সিরাজগঞ্জে কাভার্ডভ্যানে মিলল ৭৮ কেজি গাঁজা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:০১

সিরাজগঞ্জের সলঙ্গায় ৭৮ কেজি গাঁজাসহ পরিত্যক্ত অবস্থায় একটি কাভার্ডভ্যান জব্দ করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টার দিকে খালকুলা বাজারে একটি সাদা-নীল রঙের পিকআপ গাড়ি সন্দেহজনকভাবে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। প্রাথমিক তল্লাশিতে কিছু না পেয়ে গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, তদন্তে জানা যায়, গাড়িটির বডির নিচে চেচিসের ওপর বিশেষ কায়দায় গাঁজা লুকানো হয়েছে। বগুড়া হাইওয়ে পুলিশ রিজিয়নকে জানানো হলে পুলিশ সুপার শহিদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে এসে তল্লাশি পরিচালনার নির্দেশ দেন। পরে তল্লাশির একপর্যায়ে গাড়ির বডির ভেতরে লুকানো অবস্থায় খাকি রঙের কসটেপ ও নীল পলিথিনে মোড়ানো বিভিন্ন আকারের ৭৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ফিরোজ আল আমিন/এমজে