দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, শ্রমিক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:০৭

গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আনসারুল (৬০) নামে এক ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন শ্রমিক।
বুধবার (২৩ এপ্রিল) ভোররাতে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের উজিলাব এলাকার ন্যাশনাল ফিড মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনসারুল রংপুরের বদরগঞ্জ উপজেলার সরদারপাড়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, গভীর রাত থেকে ন্যাশনাল ফিড মিলের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোররাতে মাওনা চৌরাস্তা থেকে পাঁচজন ধান কাটার শ্রমিক নিয়ে বরমী বাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা মিলের সামনে পৌঁছালে সেটি ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আনসারুল মারা যান।
দুর্ঘটনায় আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার পর সিএনজিচালক পালিয়ে গেছে। নিহতসহ যাত্রীরা সবাই ধান কাটার শ্রমিক ছিলেন। ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।
- আতাউর রহমান সোহেল/এটিআর