
কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোররাতে উপজেলার মাধবপুর এলাকার বাংলো ঘর সংলগ্ন রেললাইনে এই ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরবেলা রেললাইনে কাটা পড়া অবস্থায় দেখা যায় নিহতদের। এ সময় পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা সোহেল মোল্লা বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী কোনো একটি ট্রেনের নিচে পড়ে তারা মারা যান বলে ধারণা করা হচ্ছে। ঠিক কোন ট্রেনটির নিচে কাটা পড়েছেন,তা খতিয়ে দেখা হচ্ছে।