Logo

সারাদেশ

তাড়াশে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৫:০১

তাড়াশে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশার ধাক্কায় নুরাইয়া খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের পূর্ব পাশে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরাইয়া উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের ফিরোজ হোসেনের মেয়ে। সে নওগাঁ বাজারের শিশু গুরু-শিষ্য কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, স্কুল শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিল নুরাইয়া। এ সময় মাছের খাদ্যবোঝাই একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খালকুলা ওহি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর