Logo

সারাদেশ

তাহিরপুর সীমান্তে ভারতীয় ইয়াবাসহ যুবক আটক

Icon

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৫:০৩

তাহিরপুর সীমান্তে ভারতীয় ইয়াবাসহ যুবক আটক

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় ইয়াবাসহ মো. লোকমান হেকিম (৪২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় তিনি ‘ইয়াবা কিং’ নামেও পরিচিত। লোকমান তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে।

বিজিবি জানায়, বুধবার (২৩ এপ্রিল) সকালে টেকেরঘাট বিওপির একটি টহল দল ১১৯৯/৯ এস পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে দেশে ফেরার সময় লোকমান হেকিমকে আটক করে। তার দেহ তল্লাশি করে ১৬ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতকে ইয়াবাসহ তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আব্দুল হালিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর