Logo

সারাদেশ

লালমনিরহাটে ঘুষ নেওয়া নাজিরের স্থায়ী বরখাস্ত দাবি ছাত্র আন্দোলনের

Icon

মাল্টিমিডিয়া প্রতিবেদক, লালমনিরহাট

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৫:০৮

লালমনিরহাটে ঘুষ নেওয়া নাজিরের স্থায়ী বরখাস্ত দাবি ছাত্র আন্দোলনের

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া নাজির ইয়াসিন আরাফাতকে ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ীভাবে বরখাস্তের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার (২৩ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানান সংগঠনের লালমনিরহাট জেলা কমিটির সদস্য সচিব হামিদুর রহমান। তিনি বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে বরখাস্ত না করলে জজকোর্ট অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হবে।’

সম্প্রতি আরটিভিসহ কয়েকটি টিভি চ্যানেলে ইয়াসিন আরাফাতের ঘুষ নেওয়ার একটি ভিডিও প্রচার হয়। এরপর আদালত কর্তৃপক্ষ তাঁকে সাময়িক বরখাস্ত করে।

মানববন্ধনে বক্তারা বলেন, অভিযুক্ত নাজির পরে সাংবাদিকদের বিরুদ্ধে মাইকিং করে অপপ্রচার চালিয়ে নিজের অপরাধ আড়াল করতে চেয়েছেন। এতে সাংবাদিকসহ সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব কামরুজ্জামান সুমন, জাতীয় যুব ফোরামের সাধারণ সম্পাদক জামাল হোসেন, অ্যাডভোকেট জাকিউল হাসান সিদ্দিক রাসেলসহ নানা শ্রেণিপেশার মানুষ।

রাহেবুল ইসলাম টিটুল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর