Logo

সারাদেশ

ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা নন্দ দুলাল সাহা আর নেই

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৫:১২

ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা নন্দ দুলাল সাহা আর নেই

ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা নন্দ দুলাল সাহা

ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা নন্দ দুলাল সাহা (৯০) মারা গেছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

নন্দ দুলাল সাহার ভাগ্নে বিশ্বজিৎ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ঝিনাইদহে পোস্টার লিখে প্রচার চালান নন্দ দুলাল। তিনি ঝটিকা মিছিলে অংশ নিয়ে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও তিনি অংশ নেন এবং পাক হানাদারদের গুলিতে আহত হন।

তার মৃত্যুতে ঝিনাইদহের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের মহিষাকুণ্ডু মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর