-6808b0bac5bf2.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর পরশুরাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রধান সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কের অধিকাংশ অংশেই পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে দুর্ভোগ চরমে ওঠে। স্কুল-কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীরা মারাত্মক ভোগান্তির শিকার হন। রাস্তার একমাত্র বিকল্প না থাকায় বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে।
বাউরপাথর গ্রামের এ সড়কটি দিয়ে পার্শ্ববর্তী ৫-৬টি গ্রামের প্রায় ৪ হাজার মানুষ চলাচল করেন। গত বছরের ভয়াবহ বন্যায় রাস্তার অবস্থা আরও খারাপ হয়। তিনদিকে ভারত সীমান্ত থাকায় পশ্চিম পাশের এ রাস্তাটিই একমাত্র যাতায়াতের পথ।
স্থানীয়দের অভিযোগ, বারবার প্রতিশ্রুতি এলেও সড়কটি মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। মাটি খননকারী ট্রাক ও চোরাকারবারীদের ভারি যানবাহনে রাস্তার অবস্থা আরও নাজুক হয়েছে।
টমটম চালক আবদুল কাইয়ুম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নতুন টমটম কিনেও ছয় মাসে গাড়ি শেষ। বিচার কোথায় দেব?’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘এ রাস্তার অবস্থা সম্পর্কে আগে জানতাম না। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এম. এমরান পাটোয়ারী/এআরএস