Logo

সারাদেশ

শিবালয়ে টিসিবি’র সয়াবিন তেল-চিনি কালোবাজারে বিক্রি

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৫:৩৩

শিবালয়ে টিসিবি’র সয়াবিন তেল-চিনি কালোবাজারে বিক্রি

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলি ইউনিয়নে টিসিবি’র ডিলার উৎপল দাস পণ্য কালোবাজারে বিক্রি করার অভিযোগে ধরা পড়েন। উপজেলা প্রশাসনকে না জানিয়ে উথলি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা বেগম মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় সংশ্লিষ্টরা ও স্থানীয়রা দাবি করেছেন, ওই মহিলা সদস্য ও ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উৎপল দাস দীর্ঘদিন ধরে উথলি ইউনিয়নের ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে টিসিবি’র পণ্য বিক্রি করে আসছিলেন। গত শনিবার, তিনি উথলি বাজারের নাজিম স্টোরের মালিক নাজিমুদ্দিনকে টিসিবি’র সয়াবিন তেল ও চিনি বিক্রি করেন। স্থানীয়রা ঘটনা জানার পর পণ্যগুলি উদ্ধার করে।

এ ঘটনায় উথলি ইউনিয়ন পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা বেগম টাকা নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা অভিযোগ করেন, তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানাননি এবং ডিলারকে রক্ষা করার চেষ্টা করেছেন।

নাজিমুদ্দিন টিসিবি’র পণ্য কেনার বিষয়টি স্বীকার করেছেন, তবে টাকা ফেরত না দেওয়ার বিষয়ে তিনি কোনও উত্তর দেননি।

টিসিবি’র কার্ডধারীরা অভিযোগ করেছেন, তারা মাঝে মাঝে পণ্য পায় না, আর এখন জানা যাচ্ছে যে ডিলার তাদের পণ্য কালোবাজারে বিক্রি করেছেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন জানিয়েছেন, "টিসিবি ডিলারদের বিষয়ে ইউএনও স্যারের নির্দেশনায় ব্যবস্থা নেওয়া হবে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, "বিষয়টি আমি জেনেছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।"

এআরএস
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর