Logo

সারাদেশ

মহিপুরে সিপিপির ঘূর্ণিঝড় প্রস্তুতি সমাবেশ

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৫:৫৩

মহিপুরে সিপিপির ঘূর্ণিঝড় প্রস্তুতি সমাবেশ

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ইউনিট টিম লিডারদের দিনব্যাপী সমাবেশ ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় মহিপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কলাপাড়া উপজেলা সিপিপি টিম লিডার মোতালেব হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান খান।

এ সময় উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন সিপিপি টিম লিডার সেলিম হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন সিপিপি টিম লিডার শফিকুল আলম, ডালবুগঞ্জ ইউনিয়নের ডেপুটি টিম লিডার ফজলুল হক সিকদারসহ তিন ইউনিয়নের সকল ইউনিটের টিম লিডাররা।

প্রশিক্ষক শহিদুল ইসলাম উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি ও জান-মালের নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিস্তৃত আলোচনা করেন।

জাকারিয়া জাহিদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর