Logo

সারাদেশ

পারিবারিক কলহে স্বামীর হাতে স্ত্রী খুন

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৬:২৪

পারিবারিক কলহে স্বামীর হাতে স্ত্রী খুন

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে সুলেখা আক্তার (৪৫) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগে উঠেছে তার স্বামী আব্দুর রউফ মিয়ার (৫৫) বিরুদ্ধে। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুলেখা আক্তার কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০ বছর আগে কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে সুলেখা আক্তারের সঙ্গে একই উপজেলার নারান্দী গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে রউফ মিয়ার বিয়ে হয়। তাদের ৪টি কন্যাসন্তান রয়েছে। রউফ মিয়া একজন কাপড় ব্যবসায়ী। কয়েক বছর আগে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার দিন স্বামী-স্ত্রীর তর্কবিতর্কের একপর্যায়ে হাতে ছুরি নিয়ে ঘরের ভেতরেই সুলেখাকে জবাই করে হত্যা করেন রউফ মিয়া। এরপর স্ত্রীকে হত্যার পর ছুরি হাতে নিয়েই ঘরের মধ্যে বসে থাকেন। পরে উত্তেজিত জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়।

আড়াইহাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। তারই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘাতক রউফ মিয়াকে জনতা আটক করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন বি আকাশ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর