বাবার মৃত্যুশোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় খায়রুল

বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৬:৪০
-6808c3afba11f.jpg)
খায়রুল ইসলাম
বরগুনার বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী খায়রুল ইসলাম বেপারী তার বাবার মৃত্যুর শোক বুকে চেপে রেখেই এসএসসি পরীক্ষা দিতে এসেছিলেন। বুধবার (২৩ এপ্রিল) সকালে বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে যান তিনি। পরীক্ষা শেষে আসরের নামাজের পর তার বাবার দাফন সম্পন্ন হবে।
খায়রুলের বাবা আমজেদ বেপারী (৬৩) বুধবার রাত আনুমানিক ৩টার দিকে বুকে ব্যথা অনুভব করেন। কিছুক্ষণের মধ্যেই হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। পেশায় দিনমজুর আমজেদ বেপারী তার উপার্জিত অর্থ দিয়ে সন্তানদের পড়ালেখার খরচ চালাতেন। খায়রুল তিন ভাইবোনের মধ্যে সবার ছোট।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান জানান, মৃত্যুর খবর শুনে তিনি খায়রুলকে মানসিক সান্ত্বনা দেন এবং পরীক্ষায় অংশ নিতে সহায়তা করেন।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী বলেন, খায়রুল যাতে পরীক্ষায় অংশ নিতে পারে এবং ভালোভাবে পরীক্ষা দিতে পারে, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।
খান নাঈম/এআরএস