Logo

সারাদেশ

মানিকগঞ্জে রাস্তার দাবিতে ডিসি অফিসে গ্রামবাসী

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৬:৫৮

মানিকগঞ্জে রাস্তার দাবিতে ডিসি অফিসে গ্রামবাসী

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নে দুটি কোম্পানি রাস্তা বন্ধ করে দেওয়ায় দীর্ঘদিনেও কোনো সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে জেলার প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি করেছেন ভুক্তভোগী প্রায় ৩০০ গ্রামবাসী। পরে গ্রামবাসীর উপস্থিতিতে জেলা প্রশাসক মিটিংয়ের জন্য ঢাকায় রওনা দেন।

এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ডিসি পালিয়েছে’, ‘এরকম ডিসি আমাদের দরকার নাই’, ‘ডিসির পদত্যাগ চাই’—এমন স্লোগান দেয় গ্রামবাসী।

জানা যায়, ‘তারাসিমা’ ও ‘পেয়াল’ নামের দুটি কোম্পানি রাস্তা বন্ধ করে দেওয়ায় এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন। এ সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ না নেওয়ায় গ্রামবাসীরা সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। পরবর্তীতে পুলিশ ও অতিরিক্ত জেলা প্রশাসক গ্রামবাসীদের বোঝাতে অক্ষম হন। একপর্যায়ে জেলা প্রশাসক নিজেই চলে আসেন কার্যালয়ে এবং গ্রামবাসীদের সঙ্গে হলরুমে বৈঠক করেন।

পরে দ্রুত সমাধানের আশ্বাস পেয়ে বিকেল ৩টা ১৫ মিনিটে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন গ্রামবাসী।

গ্রামবাসীর পক্ষে মো. মামুন হোসেন বলেন, আমরা সকাল থেকে না খেয়ে বসে আছি, তার সঙ্গে কথা বলব। তিনি আমাদের না জানিয়ে এখান থেকে চলে গেলেন। এটা কি পালানো নয়? কোনো দরকার থাকলে বলে যেতে পারতেন।

মো. মিলন বলেন, এভাবে আমাদের ফেলে যাওয়াটা তার মোটেও উচিত হয়নি। আমরা দীর্ঘদিন এ রাস্তার সমস্যায় ভুগছি, কোনো সমাধান হচ্ছে না। তারাসিমা ও পেয়াল কোম্পানি আমাদের কথা দিয়ে কথা রাখেনি।

সেলিম, আবুল ও রিয়াজ মোল্লা বলেন, আমরা ৮ থেকে ১০ হাজার মানুষ এ সমস্যার ভুক্তভোগী দীর্ঘদিন ধরে। এর আগে আমরা সড়ক অবরোধ করি, তখন তারা আমাদের সমাধানের আশ্বাস দেয়। কিন্তু কোনো সমাধান দেননি।

গ্রামবাসীদের পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আশরাফুল ইসলাম রাজু ও মেহরাব খান অবস্থান নেন। তারা শেষ পর্যন্ত এলাকাবাসীর পাশে থাকেন।

এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক ডা. মানোয়ার হোসেন মোল্লা বলেন, সব সমস্যাই সমাধান করা সম্ভব। আপনারা সহযোগিতা করলে আমাদের মনে হয় আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করা সম্ভব হবে।

আফ্রিদি আহাম্মেদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর