Logo

সারাদেশ

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ‘২ মিনিটের’ মিছিল

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৭:১৯

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ‘২ মিনিটের’ মিছিল

গোপালগঞ্জ শহরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে শহরের কালিবাড়ি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রিপন খানের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল মিছিলে অংশ নেয়। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘ইউনুস তুই দেখে যা, রাজপথে তোর বাপেরা’-এসব স্লোগান দেয়। মিছিলটি মাত্র ২ মিনিট স্থায়ী হয় এবং দ্রুত স্থান ত্যাগ করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ মাজেদুর রহমান বাংলাদেশের খবরকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, তারা ২ মিনিটের মধ্যে স্থান ত্যাগ করে। তবে তাদের আটকানোর জন্য পুলিশের অভিযান চলছে।

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বাংলাদেশের খবরকে জানান, তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের তিনটি টিম মাঠে কাজ করছে।

পলাশ সিকদার/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর