কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে সুনামগঞ্জে প্রতীকী অনশন

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৮:২৫

ছবি : বাংলাদেশের খবর
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সুনামগঞ্জ জেলা শাখার শিক্ষার্থী ও নেতৃবৃন্দ।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা পুরাতন শহীদ মিনারের সামনে এ অনশনে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় তারা বলেন, কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অনশন করছেন। আমরা কুয়েট শিক্ষার্থীদের পাশে আছি। কুয়েটের ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা সায়মন আহমদ বলেন, আমাদের একযোগে অনশনে বসা কুয়েট ভিসির জন্য একটি বার্তা। এটি শুধু কুয়েট নয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুয়েটের আন্দোলনের পাশে আছেন। যতক্ষণ পর্যন্ত কুয়েটের ভিসি পদত্যাগ না করবেন, ততক্ষণ আমরা এ অনশন চালিয়ে যাবো।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিহাল, উসমান, সাব্বির আহমদ, নাইম আহমদ অন্তর, মারিয়াসহ গণতান্ত্রিক ছাত্র সংসদ সুনামগঞ্জের দায়িত্বশীল নেতারা।
আব্দুল হালিম/এমবি