Logo

সারাদেশ

শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন মির্জাপুর থানার ওসি মোশারফ

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৮:৪০

শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন মির্জাপুর থানার ওসি মোশারফ

ছবি : বাংলাদেশের খবর

হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন, ওয়ারেন্টভুক্ত ও অন্যান্য আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার, মাদক, সন্ত্রাস ও ইভটিজিং নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেনকে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে মার্চ মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়। পরে দুপুরে তার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মিজানুর রহমান।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, পিপিএম-সেবা (প্রশাসন ও অর্থ) মো. আবিদুল ইসলাম, পিপিএম-সেবা (ক্রাইম অ্যান্ড অপস্‌) রাকিবুল হাসান রাসেলসহ সকল সার্কেল অফিসার, ট্র্যাফিক বিভাগ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি মো. মোশারফ হোসেন বলেন, যেকোনো পুরস্কারই কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এ সময় তিনি তার পুরস্কার প্রাপ্তির পেছনে পুলিশ সুপারসহ জেলা ও থানার সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাব্বি ইসলাম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর