বীরগঞ্জ হাসপাতালে দুদকের অভিযান, দুর্নীতির নানা চিত্র উন্মোচন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৯:১৩
-6808e78416461.jpg)
ছবি : বাংলাদেশের খবর
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দুদক জানায়, হাসপাতালের বহির্বিভাগে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, এক্স-রে রিপোর্টের টাকা আত্মসাৎ, নিম্নমানের খাবার সরবরাহসহ একাধিক অনিয়মের প্রমাণ মিলেছে। ঠিকাদার মাছ ও মাংসের ওজনেও কারচুপি করেছেন।
এছাড়া প্যাথলজি ও এক্স-রে বিভাগে খসড়া কাগজে রোগীর তালিকা করে টেস্টের টাকা রেজিস্টারে না দেখিয়ে আত্মসাৎ করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করে তদন্ত প্রতিবেদন প্রস্তুতের কথা জানায় দুদক।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফরোজ লুনা বলেন, ‘ঘটনার বিস্তারিত সিভিল সার্জনকে জানানো হবে। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”
প্রদীপ রায় জিতু/এআরএস