Logo

সারাদেশ

ধরলা তীরে ডিসি পার্ক, কুড়িগ্রামে বিনোদনের নতুন ঠিকানা

স্বপ্ন নয়, দ্রুত বাস্তবায়ন চায় স্থানীয়রা

Icon

ফজলুল করিম ফারাজী, কুড়িগ্রাম

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৯:৩৮

ধরলা তীরে ডিসি পার্ক, কুড়িগ্রামে বিনোদনের নতুন ঠিকানা

ছবি : বাংলাদেশের খবর

বিনোদন সুবিধাবঞ্চিত কুড়িগ্রামে গড়ে উঠছে ‘ডিসি পার্ক’। ধরলা নদীর তীরে ৩০ একর পরিত্যক্ত সরকারি জমিতে এ পার্ক গড়ার উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

জেলা প্রশাসন জানায়, কুড়িগ্রামে ১৬টি নদী ও চার শতাধিক চরাঞ্চলে গড়ে উঠেছে পশ্চাৎপদ জনপদ। উন্নয়নে চলছে নানা উদ্যোগ—টেক্সটাইল মিলের নবায়ন, কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, নারী উদ্যোক্তা তৈরি ও বিদেশে কর্মী পাঠানোসহ নানা কর্মসূচি। এরই ধারাবাহিকতায় এবার জেলা শহরের কাছেই মাধবরাম এলাকায় গড়ে তোলা হচ্ছে ‘ডিসি পার্ক’।

বিনোদনপ্রেমী ও ব্যবসায়ীদের আশা, এ পার্ক নির্মাণে শুধু চিত্তবিনোদনের নয়, কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

ধরলা ব্রিজে ঘুরতে আসা শিক্ষার্থী আসিফ হাসান বলেন, ‘এ পার্ক হলে কুড়িগ্রাম জেলার ভাবমূর্তি উজ্জ্বল হবে। বাইরের জেলার মানুষও আকৃষ্ট হবে।’

আবু সাইদ নামে স্থানীয় এক বাসিন্দা জানান, ‘পার্ক হলে আশপাশে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘নাম যাই হোক, কুড়িগ্রামের উন্নয়ন হোক এটাই চাই।’

নাগরিক কমিটির সংগঠক মুকুল মিয়া ও জামায়াতে ইসলামীর জেলা আমীর মুফতি আব্দুল মতিন ফারুকীও এ উদ্যোগের প্রশংসা করেছেন।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, ‘সমন্বয় সভায় সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মতামতে এই সিদ্ধান্ত হয়েছে। এতে কারও একক মত নেই।’

জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, ‘ধরলা নদীর তীরে পড়ে থাকা জমি কাজে লাগিয়ে একটি আধুনিক বিনোদন কেন্দ্র গড়ার লক্ষ্যেই এ উদ্যোগ।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর