Logo

সারাদেশ

কুমিল্লায় সড়কে কাদা-পানিতে পথচারীদের দুর্ভোগ

Icon

সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১৯:৪৮

কুমিল্লায় সড়কে কাদা-পানিতে পথচারীদের দুর্ভোগ

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা নগরীর কোটবাড়ি ও কুমেক হাসপাতাল সড়কটি এখন কাদা-পানিতে একাকার। বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এসব সড়কগুলোতে সৃষ্ট পরিস্থিতিতে হাজার-হাজার পথচারী চরম ভোগান্তিতে পড়ছেন।

স্থানীয় সূত্র জানায়, কোটবাড়ি সড়কে বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো নালা নেই। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় সড়কটি কাদায় ভরে গেছে। সড়ক দিয়ে চলাচল করা সব ধরনের যানবাহন কাদা ছড়িয়ে সড়ক আরো খারাপ করে তুলেছে। কুমেক হাসপাতাল সড়কে শিক্ষার্থীরা প্রতিদিন কাদা মাড়িয়ে স্কুল-কলেজে যাচ্ছে। যার ফলে তাদের পোশাক নষ্ট হয়ে যাচ্ছে।

কয়েকজন পথচারী জানান, কোটবাড়ি সড়কটি অনেক জায়গায় ভাঙা, আর বৃষ্টির ফলে পানি জমে থাকায় চলাচলে কঠিন সমস্যার সৃষ্টি হয়েছে।

ব্যবসায়ীরা জানান, ইপিজেড এলাকায় পানি নিষ্কাশনের নালা না থাকায় পাকা সড়ক এখন কাদায় হারিয়ে গেছে। এছাড়া, সড়কের দুই পাশের ফুটপাতে দোকান বসানোর কারণে বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো পথ অবশিষ্ট নেই।

কুমিল্লা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানিয়েছেন, 'যেখানে গর্ত হয়েছে, সেগুলো আমরা পরিদর্শন করে মেরামত করব।'

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর